Businessshikhon

নিশ কি?

অনলাইন দুনিয়ায় বা ব্যবসায়িক জগতে একটি শব্দ খুব বেশি ব্যবহার করা হয় – “নিশ”

১০ মিনিট পড়ার সময়

নিশ  বলতে বোঝায়  যখন আপনি  শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রোডাক্ট ক্যাটাগরি  নিয়ে, একটি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর, নির্দিষ্ট একটি চাহিদা পূরণ করার উদ্দেশ্যে ঐ প্রোডাক্টের বানিজ্যিকভাবে প্রোমোশন করবেন তখন সেটাকে বলা হয় “নিশ মার্কেটিং”। 

আর যে প্রোডাক্ট টি নিয়ে ( ক্লথ, গ্যাজেট, ফুড, অর্গানিক)    প্রোডাক্ট বিশেষ যে ধরনটি  নিয়ে আপনি কাজ করবেন তাই আপনার নিশ 

অন্যভাবে বলতে পারি, নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে নিশ। যেমন ধরুন আপনি কিডস আইটেম নিয়ে  আগ্রহী,  এ সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, এই মার্কেটের   গ্যাপ আর  সম্ভাবনা আপনি জানেন   করতে চাচ্ছেন তাহলে এই কিডস আইটেম  হবে আপনার নিশ 

নিশ সিলেকশন: 

 আপনি কোন নির্দিষ্ট ক্যাটাগরি বা কাস্টমার সেগমেন্টে ফোকাস করবেন তা নির্ধারণ করা। 

নিশ নির্বাচন করার কৌশল: 

  • নিজের আগ্রহ ও দক্ষতা বিশ্লেষণ 
  • আপনি কোন ধরণের পোডাক্ট সম্পর্কে বেশি জানেন বা  পছন্দ করেন 
  • বাজারে চাহিদা থাকা সত্ত্বেও প্রতিযোগিতা কম এমন ক্ষেত্র খোঁজা 

উদাহরণ Men’s Casual Wear, Print on demand,  Baby Clothes, Digital gadget,  Shoes ইত্যাদি  

 

টার্গেট কাস্টমার গ্রুপ বাছাই: 

  • বয়স, লিঙ্গ, আয়ের স্তর, জীবনধারা 
  • যেমন: ১৮–২৫ বছরের কলেজ,ভার্সিটি  শিক্ষার্থী, মধ্যবিত্ত , ফ্যাশন সচেতন অফিসগামী, বা যারা ট্রেন্ডি জিনিস পত্র পছন্দ করে।  
  • নিশের স্কেলিং সম্ভাবনা মূল্যায়ন 
  • ভবিষ্যতে প্রোডাক্ট বাড়ানো যাবে কিনা 
  • এই নিশের চাহিদা আগামী ৫ বছরে কেমন থাকবে 

নিশ  বলতে বোঝায়  যখন আপনি  শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রোডাক্ট ক্যাটাগরি  নিয়ে, একটি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর, নির্দিষ্ট একটি চাহিদা পূরণ করার উদ্দেশ্যে ঐ প্রোডাক্টের বানিজ্যিকভাবে প্রোমোশন করবেন তখন সেটাকে বলা হয় “নিশ মার্কেটিং”। 

আর যে প্রোডাক্ট টি নিয়ে ( ক্লথ, গ্যাজেট, ফুড, অর্গানিক)    প্রোডাক্ট বিশেষ যে ধরনটি  নিয়ে আপনি কাজ করবেন তাই আপনার নিশ 

অন্যভাবে বলতে পারি, নিশ বলতে আমরা বুঝি কোনো একটি টপিক বা ক্যাটাগরি। আপনি মূলত কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই হচ্ছে নিশ। যেমন ধরুন আপনি কিডস আইটেম নিয়ে  আগ্রহী,  এ সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, এই মার্কেটের   গ্যাপ আর  সম্ভাবনা আপনি জানেন   করতে চাচ্ছেন তাহলে এই কিডস আইটেম  হবে আপনার নিশ 

নিশ সিলেকশন: 

 আপনি কোন নির্দিষ্ট ক্যাটাগরি বা কাস্টমার সেগমেন্টে ফোকাস করবেন তা নির্ধারণ করা। 

নিশ নির্বাচন করার কৌশল: 

  • নিজের আগ্রহ ও দক্ষতা বিশ্লেষণ 
  • আপনি কোন ধরণের পোডাক্ট সম্পর্কে বেশি জানেন বা  পছন্দ করেন 
  • বাজারে চাহিদা থাকা সত্ত্বেও প্রতিযোগিতা কম এমন ক্ষেত্র খোঁজা 

উদাহরণ Men’s Casual Wear, Print on demand,  Baby Clothes, Digital gadget,  Shoes ইত্যাদি  

 

টার্গেট কাস্টমার গ্রুপ বাছাই: 

  • বয়স, লিঙ্গ, আয়ের স্তর, জীবনধারা 
  • যেমন: ১৮–২৫ বছরের কলেজ,ভার্সিটি  শিক্ষার্থী, মধ্যবিত্ত , ফ্যাশন সচেতন অফিসগামী, বা যারা ট্রেন্ডি জিনিস পত্র পছন্দ করে।  
  • নিশের স্কেলিং সম্ভাবনা মূল্যায়ন 
  • ভবিষ্যতে প্রোডাক্ট বাড়ানো যাবে কিনা 
  • এই নিশের চাহিদা আগামী ৫ বছরে কেমন থাকবে 
Scroll to Top