Businessshikhon

বিজনেস শিখনের যাত্রা

বিজনেস শিখনের যাত্রার শুরু হয়েছিল একটি সাধারণ প্রশ্ন থেকে- কেন অনেক তরুণ ব্যবসা শুরু করেও টিকে থাকতে পারে না? এই উত্তর খুঁজতে গিয়েই আমরা বুঝলাম-ব্যবসা করার জন্য শুধু মূলধন নয়, সঠিক জ্ঞান, দিকনির্দেশনা ও শেখার মানসিকতা প্রয়োজন।

আমাদের লক্ষ্য বাস্তবমুখী ব্যবসা শিক্ষা দেওয়া, যাতে করে শুধু চাকরির পিছনে না ছুটে, নিজেরাই উদ্যোক্তা হয়ে ওঠে এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে।

আমাদের উদ্দেশ্য

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের ভেতরেই সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে। সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলা বিজনেস শিখনের উদ্দেশ্য । আমাদের লক্ষ্য শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ থেকে শুরু করে যে কেউ যাতে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় স্কিল শিখে নিজের স্বপ্নের ব্যবসা শুরু করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।

বিজনেস শিখন একটি সহজলভ্য প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ, যে কোনো জায়গা থেকে ব্যবসা শেখার সুযোগ পায়। আমরা চাই মানুষ ব্যবসায়িক জ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হোক, নিজের অর্থনৈতিক স্বাধীনতা গড়ে তুলুক। এভাবে প্রতিটি মানুষ শুধু নিজের জীবনকেই বদলাবে না, বরং সমাজ ও দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাবে।

আমাদের স্বপ্ন হলো দক্ষ, আত্মবিশ্বাসী ও টেকসই উদ্যোক্তা তৈরি করা—যারা নতুন নতুন আইডিয়া দিয়ে ব্যবসার জগতে পরিবর্তন আনবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি গ্রাম ও অঞ্চলে উদ্যোক্তার সাফল্যের গল্প লেখা হবে, আর দেশ একদিন সত্যিকারের উদ্যোক্তার দেশে পরিণত হবে।

আমাদের ভিশন

আমাদের স্বপ্ন হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নতুন উদ্যোক্তারা শুধু ব্যবসা শুরু করবেই না, বরং দীর্ঘমেয়াদে সেটাকে ধরে রাখতে পারবে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি তরুণ যেন অর্থনৈতিকভাবে স্বাধীন হয়, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় নিজেকে তুলে ধরতে পারে।

Scroll to Top